Breaking News

প্রিয়-বিরহ- কৃষ্ণচন্দ্র মজুমদার

প্রিয়-বিরহ
কৃষ্ণচন্দ্র মজুমদার

প্রিয়-বিরহ
কৃষ্ণচন্দ্র মজুমদার

বিনা প্রয়োজন রম্য উপবন,
কন্টক-কানন প্রায়,
পুষ্প বিরচণ কোমল শয়ন,
তৃণশয্যা তুলনায়।
সুভক্ষ্য নিচয় বিষময় হয়,
লুকায় সুতার তার,
নিরখি নয়নে দিবস তখনে
তমঃপূর্ণ ত্রিসংসার।
কিন্তু যে সময়, প্রিয় সঙ্গে রয়,
বন উপবন হয়।
দুর্বাদলচয় সুখ-শয্যা হয়,
পুষ্পশয্যা তুল্য নয়,
পর্ণ-বিরচিত উটজ নিশ্চিত
সৌধসম শোভা ধরে,
তিক্ত ফলচয় হয় সুধাময়
অহো কি তৃপ্তি বিতরে!
ঘোর তমস্বিনী সে অমা-যামিনী
সেই পৌর্ণমাসী হয়,
দুঃখ ঘটো যায় সুখবোধ তায়,
অসুখ লেশ না রয়।


==========আরও কবিতা পড়তে সেরা-কবিতা App ইন্সটল করুন

No comments