Breaking News

সওগাতঃ রোকেয়া সাখাওয়াত হোসেন

সওগাত

রোকেয়া সাখাওয়াত হোসেন YouTube

জাগো বঙ্গবাসি!
দেখ, কে দুয়ারে
অতি ধীরে ধীরে করে করাঘাত।
ঐ শুন শুন!
কেবা তোমাদের
সুমধুর স্বরে বলে, 'সুপ্রভাত'।

অলস রজনী
এবে পোহাইল,
আশার আলোকে হাসে দিননাথ।

শিশির-সিক্ত
কুসুম তুলিয়ে
ডালা ভরে নিয়ে এসেছে 'সওগাত'।


==========রোকেয়া সাখাওয়াত হোসেন এর সবগুলো কবিতা

No comments