Breaking News

মা রে, ও মাঃ দয়াল দাস

মা রে, ও মা

দয়াল দাসYouTube

নখ কাটি না অনেকদিনই,
চুল কাটা হয় না।
সবকিছু ঠিক থাকত যদি
থাকত বেঁচে মা।

নীল জামাটা দেই না গায়ে,
বোতাম গেছে ছিড়ে।
সেলাই করা শেখায় নি মা
পাঠ শেখানোর ভিড়ে।

হলের খাবার যায় না ভেতর,
হোটেলে নেই স্বাদ।
পেতাম যদি মায়ের হাতের
কড়াই মোছা ভাত।

চাঁন্দা মাছের পুরপুরি আর
কৈ-এর দো-পেয়াজি
পাছ ঘরছে গন্ধ্ আতা হে
নিদ নেহি হ্যায় আজি।

ওহ মম্,ওহ মাম্মি আমার
ঘুম আসে না বলে
ঘুম আনতে ঘুমের দেশে
সেই যে গেলে চলে।

আর আসে না ঘুম,
আমার ঘুমের বড়ি যে,মা

তোমার শীতল চুম।___ এর সবগুলো কবিতা

No comments